1.  খেজুর হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায়। রক্তপ্রবাহে গতি সঞ্চার করে।
  2. অল্প কয়েকটা খেজুর খেলে ক্ষুধার তীব্রতা কমে যায়। এই ফল পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। অন্যদিকে শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে দেয়। ফলে মুটিয়ে যাওয়া প্রতিরোধ করে।
  3. ক্যালসিয়াম হাড় গঠনে সহায়ক। আর খেজুরে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে।
  4. খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ, যা খাদ্য পরিপাকে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য রোধ করে।
  5. খেজুর ডি-হাইড্রেশন রোধ করে।
  6. শরীরে সোডিয়াম-পটাশিয়ামের সমতা রক্ষা করে।

সব গুলা খেজুরের মুল্য ১/২ (হাফ) কেজি গ্রাম থেকে ৫ কেজি প্যাকেট পর্যন্ত মূল্য দেওয়া আছে। আপনি  পরিমান সিলেক্ট করুন (Choose an option)   থেকে ১/২ (হাফ) কেজি গ্রাম থেকে ৫ কেজি সিলেক্ট করলে সেটার মূল্য দেখাবে। ঢাকা ও ঢাকার বাহিরে ক্যাশ অন (পন্য পেয়ে টাকা পরিশোধ ) পদ্ধতিতে  হোম ডেলিভারি/ করা হয় অথবা সুন্দরবন কুরিয়ার এ দেওয়া হয়। শুধু মাত্র ঢাকার বাহিরের অর্ডারের ক্ষেত্রে কুরিয়ার ফি অগ্রিম নিয়ে থাকি। আমাদের পুরাতন গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। হটলাইনঃ 01863696638