হজের প্রয়োজনীয় জিনিসপত্র

হজের প্রয়োজনীয় জিনিসপত্র

হজের প্রয়োজনীয় জিনিসপত্র

নানা কারণে হজযাত্রীদের বেশ কিছুদিন আগেই সৌদি আরব যেতে হয়, সেজন্য হজে যাওয়ার আগেই প্রয়োজন যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা।

পুরুষদের হজের প্রয়োজনীয় জিনিসপত্র

  1. কমপক্ষে দুই সেট ইহরামের কাপড়
  2. দুই সেট পায়জামা-পাঞ্জাবি
  3. ২টি লুঙ্গি
  4. দুইটি টুপি
  5. দুইটি গেঞ্জি
  6. একটি তোয়ালে
  7. দুইটি গামছা
  8. চাদর
  9. ইহরাম বাঁধার বেল্ট
  10. গলার/সাইড ব্যাগ
  11. মিনাব্যাগ
  12. পাসপোর্ট ব্যাগ
  13. জুতার ব্যাগ
  14. পাথর রাখার ব্যাগ
  15. পকেট জায়নামাজ
  16. ফাস্ট এইড বক্স
  17. হজ গাইড বই
  18. পাম্পিং বালিশ
  19. তসবিহ
  20. মেসওয়াক
  21. অসুখ থাকলে চিকিৎসকের ব্যবস্থাপত্র
  22. তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম, বডি লোশন( অবশ্যই অ্যলকোহল ও ঘ্রান মুক্ত)

মহিলাদের হজের প্রয়োজনীয় জিনিসপত্র

  1. নামাজ উপযোগী সালোয়ার-কামিজ
  2. নামাজ উপযোগী  বোরকা/আবায়া
  3. ইহরামের সময় কপালে বাঁধার জন্য ক্যাপ
  4. হিজাব
  5. মহিলাদের ছোট জায়নামায
  6. চাদর
  7. ইহরাম বাঁধার বেল্ট
  8. গলার/সাইড ব্যাগ
  9. মিনাব্যাগ
  10. পাসপোর্ট ব্যাগ
  11. জুতার ব্যাগ
  12. পাথর রাখার ব্যাগ
  13. পকেট জায়নামাজ
  14. ফাস্ট এইড বক্স
  15. হজ গাইড বই
  16. পাম্পিং বালিশ
  17. তসবিহ
  18. মেসওয়াক
  19. অসুখ থাকলে চিকিৎসকের ব্যবস্থাপত্র
  20. তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম, বডি লোশন( অবশ্যই অ্যলকোহল ও ঘ্রান মুক্ত)

আপনি চাইলে https://hajjessential.com.bd  থেকে অনলাইন এ অর্ডার দিতে পারেন।খুব ভাল কোয়ালিটির পণ্য পাবেন।ঠিকানাঃ289 West Nakhal Para Tejgaon Farmgate, Dhaka, মোবাইল নাম্বার 01863696638 facebook page

হজ্জ ও উমরা বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ : পরিচালক, হজ অফিস, আশকোনা, উত্তরা, ঢাকা। ফোন : ৮৯৫৮৪৬২, ৭৯১২৩৯১। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা : ফোন : ৯৫৭৬৩৪৯, ৯৫১২২৩৯, ৯৫১২২৩৮, ৭১৬০৩৯৭। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলার ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে হজের সব ধরনের তথ্য জানা যাবে। এছাড়া হজের সরকারি ওয়েবসাইটেও হজের সব ধরনের তথ্য রয়েছে। ঠিকানা : www.hajj.gov.bd

সতর্কতা  ঃ

হজে ইচ্ছুক সবাকেই মনে রাখতে হবে, সরকারি ব্যবস্থাপনায় হজে গমন করাটা সর্বোত্তম। যেহেতু সরকার কর্তৃক সীমিতসংখ্যক হাজি পাঠানো হয়, তাই লক্ষাধিক হাজিকে বেসরকারি ব্যবস্থাপনায় যেতে হয়। বাংলাদেশে শত শত হজ এজেন্সি রয়েছে, যারা হাজিদের সর্বাত্মক সহযোগিতা করে থাকেন।  হাজারো হজ এজেন্সির মধ্যে সঠিক এজেন্সির মাধ্যমে হজ পালন করলে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়। বেসরকারি হজ এজেন্সিগুলোর উচ্চমানের চাকচিক্যময় অফিস কক্ষ, সুমধুর আচার-আচরণ, মদিনার আতর, খেজুর, পৃথিবীর বিভিন্ন দেশের রংবেরঙের বাদাম, বিভিন্ন রঙের কোমল পানীয়, এজেন্সির লোকদের অতীব ধার্মিক লেবাস দেখে সিদ্ধান্ত নেওয়ার চিন্তা না করে এসব এজেন্সির অতীত কার্যকলাপ সঠিকভাবে অভিজ্ঞতাসম্পন্ন হাজিদের কাছে জেনে নিতে হবে। এসব বাহারি এজেন্সি সম্পর্কে শুধু পত্রিকায় বিজ্ঞাপন দেখেই সঠিক ভাবলে হজের শুরু থেকে শেষ পর্যন্ত পদে পদে ভোগান্তির শিকার হতে হয়। তা ছাড়া অনেক অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলা করতে হয়। তারা অধিক সুযোগ-সুবিধার কথা বলে উচ্চমূল্যে চার-পাঁচ লাখ টাকার জনপ্রতি প্যাকেজ দেয়। অথচ একই প্যাকেজ জেনেশুনে নিতে পারলে অনেক কম টাকায় হয়ে যায়।

অনেক এজেন্ট মিথ্যা প্রলোভন দিয়ে অনেক বেশি টাকা হাতিয়ে নেয়, এমনকি অনেক হজ এজেন্সি টাকা পয়সা নিয়ে হজের অল্পদিন আগে পালিয়ে যাওয়ার ইতিহাস বাংলাদেশে আছে। যদি আপনার শক্তি সামর্থ্য থাকে, তবে অপেক্ষাকৃত কম টাকার মাধ্যমেই বিস্তারিত জেনেশুনে এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন। মনে রাখতে হবে বেশি টাকার প্যাকেজে গেলেই যে বেশি সুযোগ-সুবিধা পাবেন, তা কল্পনা করা সঠিক নয়। পাঁচতারকা হোটেলে থাকলেই যে বেশি সুযোগ-সুবিধা হবে তা নয়, কারণ অপেক্ষাকৃত কম টাকায়ও খুবই কাছাকাছি থাকা যায়। এ দেশে থাকতে কম্পানিগুলো সুমধুর আচরণ অনেক ক্ষেত্রে মক্কা মদিনায় গিয়ে পুরোপুরি পাল্টে যায়।